সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, বিমান চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

রাশিয়ার মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ বাহিনী এ হামলা প্রতিহত করলেও মস্কো এবং এর বাইরে অন্তত ৫০টি বিমানের ফ্লাইট ব্যাহত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া এ তথ্য দেশটির গণমাধ্যমকে  নিশ্চিত করে।

তারা জানায়, ভনুকোভো, ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কি বিমানবন্দরে ৪৫টি যাত্রীবাহী এবং দুটি পণ্যবাহী বিমান যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে।  

এ হামলার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো জেলায় সোমবার সকালে কিয়েভের দুটি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে একটি ড্রোনের কিছু অংশ স্থানীয় একটি বাড়িতে পড়লে আহত হন দুইজন

এদিকে বাখমুতের কাছে ৩ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার জানান, যুদ্ধ-বিধ্বস্ত শহর বাখমুতের একটি অংশ পুনরুদ্ধার হলেও দক্ষিণ ফ্রন্টে কোনও বড় অগ্রগতি করতে পারেনি ইউক্রেনীয় সেনারা।

তিনি বলেন, ‘আরও ৩ বর্গ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত করা হয়েছে। তবে দক্ষিণে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আমাদের সেনারা বার্দিয়ানস্ক এবং মেলিটোপোল সেক্টরের দিকে এগোচ্ছে।’

এম.এস.এইচ/

রাশিয়া-ইউক্রেন

খবরটি শেয়ার করুন