সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে ১৫০ রোহিঙ্গা আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনুমতি না নিয়ে দেশত্যাগের চেষ্টার অভিযোগে মিয়ানমারে দক্ষিণাঞ্চলীয় মোন রাজ্যের একটি গ্রাম থেকে প্রায় ১৫০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির মোন রাজ্যের প্রশাসনিক পর্ষদের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের জাতিগত মুসলিম রোহিঙ্গাদের মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়। এ ছাড়া ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর বড় ধরনের দমন অভিযান চালায়। এরপর থেকে মালয়েশিয়া ও  ইন্দোনেশিয়ায় পাড়ি দিতে বিভিন্ন শরণার্থী শিবিরে থাকা হাজারো রোহিঙ্গা প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে যাত্রা করে থাকে। তবে নাগরিকত্ব বাতিল করায় মিয়ানমার থেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাদের অনুমতি নিতে হয়।

এব্যাপারে রাজ্যের প্রশাসনিক পর্ষদের মুখপাত্র অং মিয়াত কিয়াউ সেইন বলেন, “গত শুক্রবার (১১ আগস্ট) থেকে তারা বন্দী রয়েছে। অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।”

এম.এস.এইচ/


মিয়ানমার রোহিঙ্গা

খবরটি শেয়ার করুন