বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

মুক্তি পেল ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর-৯’ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমার পোস্টার: ফাইল ছবি

প্রেক্ষাগৃহে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এমআর-৯’। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমা। 

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন এ বি এম সুমন। এবার হলে মুক্তি পেয়েছে ‘এমআর-৯’ সিনেমাটির ইংরেজি সংস্করণ। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর বাংলা সংস্করণ দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

গত ১৯ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই নির্মাতা। সিনেমাটি মুক্তি পেলেও তিনি তা দেখে যেতে পারেননি। এ নিয়ে আফসোস প্রকাশ করে এ বি এম সুমন বলেন, ‌‌"তিনি আমাকে নির্বাচন করার পর আত্মবিশ্বাস পাই। চরিত্রের স্রষ্টা আমাকে নির্বাচন করেছেন, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হতে পারে না। ওনার প্রতি আমি কৃতজ্ঞ, উনি থাকলে আমার খুব ভালো লাগত। প্রায় ৪ বছর ধরে সিনেমাটির পেছনে কষ্ট করেছি আমরা। অবশেষে সিনেমাটি মুক্তি পেল আজ।"   

জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে এ বি এম সুমন অভিনীত ‘এমআর-৯’। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ বাজেট।

সিনেমায় আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস, আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ।

এ ছাড়া বাংলাদেশ থেকে রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা প্রমুখ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচারস ছবিটি প্রযোজনা করেছে।

এসকে/ আই.কে.জে


মাসুদ রানা ‘এমআর-৯: ডু অর ডাই’ হলিউড নির্মাতা আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন