সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল অ্যাপে পরিচয়, প্রেমের টানে ভারতে বাংলাদেশি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতের রাজস্থানে পৌঁছেছেন এক বাংলাদেশি তরুণী। জানা গেছে, উম্মে হাবিবা ওরফে হানির (৩০) সঙ্গে Yalla নামের এক মোবাইল অ্যাপের মাধ্যমে ছয়-সাত মাস আগে পরিচয় হয় রাজস্থানের অনুপগড় জেলার রাভলা মান্ডি গ্রামের বাসিন্দা রোশন সিং-এর। পরিচয় গড়ায় প্রেমে। 

গত রবিবার (৩ সেপ্টেম্বর) রোশনের বাড়িতে উপস্থিত হন উম্মে হাবিবা। এমন ঘটনায় রোশনের বাড়ি ছেড়েছেন তার বর্তমান স্ত্রী। অন্যদিকে স্থানীয়রা দুদিনের বেশি সময় রোশনের বাড়িতে বাংলাদেশি ওই নারীর অবস্থানের কথা জানতে পেরে পুলিশকে জানালে দফায় দফায় রাজস্থান পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বাংলাদেশি উম্মে হাবিবা, রোশন ও তার পরিবার।

রোশনের মা কৃষ্ণা বাঈ বলেন, ‘দুবছর আগে রোশন স্থানীয় রোজদী গ্রামের বাসিন্দা সোমা বাঈ নামে এক মেয়েকে বিয়ে করে এবং তাদের সাত বছরের এক সন্তান আছে। 

পুলিশ এবং গণমাধ্যমকে তিনি জানান, তারা হাবিবাকে তাদের সঙ্গে রাখতে চান না। তাই পুলিশ প্রশাসন এবং সরকার যেন উদ্যোগ নিয়ে তাকে শিগগিরই তার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন বলে দাবি জানান। 

আর.এইচ / আই.কে.জে/

ইন্ডিয়া

খবরটি শেয়ার করুন