শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে রেফ্রিজারেটরের মোড়ক উন্মোচন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিল্টইন ব্লুটুথ মিউজিক সিস্টেম, স্মার্ট ওয়াইফাই কন্ট্রোল, ডিজিটাল টাচ ডিসপ্লে, মোবাইল অ্যাপের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজিসহ আরও অনেক ফিচার থাকছে এই রেফ্রিজারেটরে।

যমুনা রেফ্রিজারেটরের নতুন পণ্য 'ফ্যামিলি বস যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে' রেফ্রিজারেটরের মোড়ক উন্মোচন করা হয়েছে।

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্রেটেস্ট অব দ্য আর্ট টেকনোলজির’ এ রেফ্রিজারেটরে গ্রাহক সহজেই তার মোবাইলে ইনস্টল করা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।

গ্রাহক প্রয়োজন অনুসারে যেকোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন।
যমুনা ইলেক্ট্রনিক্সের বিপণন বিভাগের এজিএম রুহুল কে সাগর বলেন, “এই রেফ্রিজারেটরের মধ্যে থাকবে বিল্টইন ব্লুটুথ মিউজিক সিস্টেম, স্মার্ট ওয়াইফাই কন্ট্রোল, ডিজিটাল টাচ ডিসপ্লে, মোবাইল অ্যাপের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজিসহ আরও অনেক ফিচার।”

রেফ্রিজারেটরটি সম্পর্কে প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের পরিচালক সেলিম উল্লা সেলিম বলেন, “ডিজিটাল টাচ ডিসপ্লে আর ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজির এ স্মার্ট রেফ্রিজারেটর থাকছে সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার মুডকে রাঙিয়ে দিতে ইউটিউব থেকে পছন্দ অনুসারে গান শুনতে পারবেন। তাছাড়া ভুলক্রমে যদি রিফ্রিজারেটরের ডোর লক না করেন কিংবা যথাযথভাবে বন্ধ না হয় তাহলে মোবাইল অ্যাপে সেটি গ্রাহক দেখতে পাবেন।”

আরো পড়ুন: তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন

সহজ কিস্তি ও সুদহীন ইএমআই সুবিধায় পণ্যটি গ্রাহকরা দেশব্যপী যমুনা প্লাজা কিংবা ডিলারশপ এবং estorejamuna.com  থেকে কিনতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250