ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ডাকাত ও ছিনতাইকারী চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি শিহাব করিম।
আরো পড়ুন: পাসপোর্ট আটকে চাঁদাবাজি, কাস্টমসের সিপাই গ্রেফতার
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করতে সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটাচ্ছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অস্ত্রের মুখে পথচারীদের মোবাইল ফোন ছিনতাই ও হামলার ঘটনা ঘটছে।
এএসপি শিহাব করিম আরো বলেন, এ ধরনের ঘটনায় থানায় একাধিক জিডি ও মামলা হয়েছে। সাধারণ মানুষ কিশোর গ্যাংয়ের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুর, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচজন এবং ছিনতাইকারী চক্রের ৯ জনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এইচআ/ আই.কে.জে