বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের কাতল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ। প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।

শনিবার (২৭ মে) সকালে পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে খলিল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি তার সঙ্গে যোগাযোগ করি। তার কাছ থেকে ২৭ কেজি ওজনের কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে কিনে আড়তে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

আরো পড়ুন: রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী

গোয়ালন্দ উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু বলেন, 'বর্তমানে পদ্মার পানি ধীরে ধীরে বাড়ছে। যে কারণে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙাশ, কাতল, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি।'

এম/

 

Important Urgent

খবরটি শেয়ার করুন