রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর গুটি আম নামবে কাল থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলে এসেছে মধু মাস। বৃহস্পতিবার থেকে গুটি আম এবং ১৫ মে থেকে নামানো যাবে গোপালভোগ আম। ফলে আমপ্রেমীরা আর সামান্য অপেক্ষাতেই আমের স্বাদ নিতে পারবেন। 

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে আম নামানোর সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক শামীম আহমেদ এক সংবাদ সম্মেলনে এই সময়সীমা ঘোষণা করেন। এ সময় জেলা কৃষি বিভাগ, আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ মে থেকে সকল প্রকার গুটি আম নামানো যাবে। ১৫ মে থেকে গোপালভোগ, ২০ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ বা লকনা, ২৫ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে আম্রপলি, ১৫ জুন ফজলি, ১০ জুলাই আশ্বিনা, বারি ফোর ও গৌড়মতি, ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে। আর বারোমাসি আম কাটিমন ও বারি ১১ আম সারাবছরই সংগ্রহ করা যাবে।

আরো পড়ুন: গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ ভোটকেন্দ্র নির্ধারণ

আম চাষি শফিকুল ইসলাম ছানা বলেন, নির্ধারিত তারিখ ঠিক আছে। তবে সব গুটি আম ৪ মে পাকবে না। কিছু কিছু গাছে আগাম গুটি আম পাকা শুরু হয়েছে। সেগুলো ৪ মে থেকে নামানো যাবে। তবে তা খুবই সামান্য। ঢালাওভাবে ভালো জাতের আম নামাতে হলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

এম/


 

রাজশাহী গুটি আম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন