সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ

যশোরের রাজাকার আমজাদ মোল্লাসহ ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

মানবতাবিরোধী অপরাধের দায়ে যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা।

রায় ঘোষণার সময় মো. আমজাদ হোসেন মোল্লা কাঠগড়ায় বসা ছিলেন। পলাতক অপর তিনজনের মধ্যে নওশের বিশ্বাস মারা গেছেন।

এর আগে, গত ১১ মে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে গত ২১ জুন রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে যশোরের মো. ময়েনউদ্দিন ওরফে ময়না, ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, সুরত আলী বিশ্বাস ও মোক্তার বিশ্বাসকে রাজাকার ক্যাম্পে নিয়ে আটকে রেখে নির্যাতন এবং পরে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

ওআ/


মৃত্যুদণ্ড

খবরটি শেয়ার করুন