রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ছবি: রয়টার্স
ইউক্রেনে রুশ অভিযানে অংশগ্রহণকারী কমান্ডার এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দক্ষিণ-পূর্ব ফ্রন্টলাইনে ইউক্রেন নিজেদের জয় দাবি করার পর এ বৈঠকটি হয়েছে বলে দেশটির গণমাধ্যমকে জানিয়েছে ক্রেমলিন।
শনিবার (১৯ আগস্ট) ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রোস্তভ-অন-ডনে বিশেষ সামরিক অভিযান দলের সদর দফতরে বৈঠক করেছেন পুতিন। ইউক্রেনে মস্কোর অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের কাছে থেকে পরিস্থিতির খোঁজ-খবর নিয়েছেন তিনি।
যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের অনেক অঞ্চলের দখল নেয় রাশিয়া। এসব অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
ক্রেমলিন বৈঠকের বিস্তারিত বিবরণ দেয়নি। বৈঠকটি কখন হয়েছিল তাও স্পষ্ট নয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুতিনকে শুভেচ্ছা জানাচ্ছেন গেরাসিমভ। তারপর প্রেসিডেন্টকে তিনি একটি ভবনে নিয়ে যান।
সাম্প্রতিক সময়ে গেরাসিমভকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। যুদ্ধে রাশিয়ার ব্যর্থতার জন্য ওয়াগনার ভাড়াটে নেতা ইয়েভজেনি প্রিগোজিন এবং কয়েকজন রুশ সামরিক ব্লগারদের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরের শহর রোস্তভ-অন-ডন। শহরটি রাশিয়ান দক্ষিণ সামরিক জেলা কমান্ডের ঘাঁটি।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন