সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চায় ওআইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিব হোসেইন ইব্রাহিম ত্বাহা বলেছেন, ওআইসি সবসময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে এসেছে। আমরা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চাই। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায়। 

সোমবার (২৯ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ওআইসি মহাসচিব বলেন, গাম্বিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে ওআইসি কাজ করে যাচ্ছে।

এ সময় রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা ওআইসি মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব, নিরাপত্তা এবং গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

আরো পড়ুন: ‘সরকার নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে চায় না’

এর আগে সকালে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেন ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বাহা। এ সময় তাদেরকে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউএনএইচসিআরের প্রতিনিধি ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রতিনিধি দলটি দুপুরে ৫ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার এবং তাদের তৈরি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার পরিদর্শন করেন। 

এম/

 

Important Urgent

খবরটি শেয়ার করুন