রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিতকে আরও আক্রমণাত্মক হতে কপিলের পরামর্শ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: রোহিত শর্মা

রোহিত শর্মাকে আরও আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার ও  বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। 

সম্প্রতি কপিল দেব ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,‘শুধু ভারত নয়, সব দলেরই এমন আক্রমণাত্মক ক্রিকেটই খেলা উচিত, বাজবল দারুণ। সর্বশেষ অ্যাশেজ সাম্প্রতিক সময়ে আমার দেখা অন্যতম সেরা সিরিজ। আমার মনে হয়, এভাবেই ক্রিকেটটা খেলা উচিত। রোহিত আক্রমণাত্মক, তবে তাকে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে। ইংল্যান্ডের মতো দল যেভাবে খেলে, সেভাবেই খেলার কথা ভাবা উচিত।’

যদিও ভারত কপিলের এই পরামর্শ কতটা গ্রহণ করবে, সেটা অবশ্য নিশ্চিত নয়। কারণ, কয়েক দিন আগেই বাজবল যে ভারতের জন্য নয়, সেটা জানিয়েছিলেন অশ্বিন। ভারত যদি সামনে ইংল্যান্ডের মতো খেলতে যায়, তাহলে ঘটনাটি কী দাঁড়াবে, কয়েক দিন সেটি অনুমান করার চেষ্টা করেছিলেন অশ্বিন। 

নিজের ইউটিউব চ্যানেলে ৪৮৯টি টেস্ট উইকেট নেওয়া এ অফ স্পিনার বলেছিলেন, ‘আমরা টেস্ট ক্রিকেট বেশ ভালো খেলছি। শিগগিরই আমরা একটা পালাবদলের ভেতর দিয়ে যাব, সে সময় পরিস্থিতি সহজ হবে না। এখানে-সেখানে ইস্যু তৈরি হবে। ধরা যাক, হ্যারি ব্রুকের মতো সব বলেই ব্যাট চালাল কেউ, এরপর আউট হয়ে গেল, আমরা দুটি ম্যাচ হারলাম। এরপর আমরা কী করব? আমরা কি বাজবল এবং খেলোয়াড়দের সমর্থন দেব? আমরা একাদশ থেকে অন্তত চারজনকে বাদ দেব।’

আগামী বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কেমন, তা নিয়েও কথা বলেছেন কপিল দেব। ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া এই ক্রিকেটার বলেছেন, ‘সবার আগে শীর্ষ চারে যেতে হবে। এরপর যেকোনো কিছু হতে পারে। চোটের কারণে ভারতের প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। চোট ক্রিকেটারদের ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। তবে আমি মনে করি, ভারতীয় দল অনেক বেশি ক্রিকেট খেলছে।’

এম.এস.এইচ/

রোহিত শর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন