শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

লাদাখ ও অরুণাচল প্রদেশে চীনের নিয়োগকৃত তিব্বতি সৈন্যদের অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

চীনা সেনাবাহিনী দ্বারা নিয়োগকৃত তিব্বতি সৈন্যরা এখন পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পিপলস লিবারেশন আর্মি সীমান্ত প্রতিরক্ষা টহলের অংশ হিসেবে কাজ করছে।

২০২০ সালে এলএসি বরাবর আগ্রাসনের পরপরই, চীন তাদের দীর্ঘমেয়াদী স্থাপনার পরিকল্পনার অংশ হিসেবে এসব অঞ্চলে তাদের প্রভাব টিকিয়ে রাখতে তিব্বতি সৈন্যদের নিয়োগ করা শুরু করে।

মূলত এমন উঁচু অঞ্চলগুলোতে চীনা সৈন্যরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল। তাছাড়া ভারতীয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সৈন্যরা এই কৈলাস রেঞ্জে বেশ ভালো অবস্থানেই রয়েছে।

চীন তাদের সিনিয়র কমান্ডারদের নির্দেশ দিয়েছে যে তারা যেন তিব্বতের প্রতি পরিবারের অন্তত একজন সৈন্যকে তাদের পক্ষে নিয়ে আসে এবং এর বিনিময়ে চীন সরকার ঐ সৈন্যের পরিবারকে নিরাপত্তা প্রদান করবে।

তবে চীনের এ নির্দেশ তিব্বতিদের পরিবারে ক্ষোভের জন্ম দিয়েছে।

আই. কে. জে/


Important Urgent

খবরটি শেয়ার করুন