শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শাহবাগের ‘শহীদ জিয়া শিশুপার্ক’ নাম বদলে হলো ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

শিশুপার্কের পুরো এলাকা টিনের বেড়া দিয়ে ঘিরে চলছে নতুনভাবে নির্মাণ কাজ। পার্কটি তিন বছর পর খুলে দেওয়া হবে- ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে সরকারিভাবে চালু হওয়া দেশের প্রথম শিশুপার্কটি সাড়ে চার বছরের বেশি সময় ধরে বন্ধ। এতে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশু-কিশোরেরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পার্কটির জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হবে। নামও বদলে গেছে পার্কটির। ‘শহীদ জিয়া শিশুপার্ক’ নাম আর থাকছে না। এটির নতুন নাম দেওয়া হয়েছে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’।

ঢাকায় শিশু-কিশোরদের অন্যতম এই বিনোদনকেন্দ্র চালু করতে নতুন একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের জুন মাসে। এরপর পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। অর্থাৎ পার্কটির জন্য অপেক্ষার সময় বেড়ে দাঁড়াবে সাড়ে সাত বছর।

সূত্র বলছে, গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আরও ছয় মাস পর পার্কের মাঠপর্যায়ের কাজ শুরু হবে। 

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমান বলেন,  শিশুপার্কের নতুন নাম করপোরেশনের সর্বোচ্চ ফোরাম, তথা বোর্ড সভায় অনুমোদন হয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের পর বাকি কাজ শেষ করে মাঠপর্যায়ে কাজ শুরু করতে মাস ছয়েক সময় লাগতে পারে।

শিশুপার্কটি ২০১৯‍ সালের জানুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। তখন একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ চলছে। এ জন্য অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় শিশুপার্ক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

আই. কে. জে/ 

শিশুপার্ক

খবরটি শেয়ার করুন