শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

শাহরুখ মাসে বিদ্যুৎ বিল দেন ৬০ লাখ টাকা আর দীপিকা, সালমানরা কত দেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ১৬ই জুন ২০২৩

#

গ্রীষ্মকাল মানেই হাঁসফাঁস করা গরম। আর এই গরম থেকে রেহাই পেতে সিলিং ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটাই ভরসা। তাই গ্রীষ্মকালের এই কয় মাস বিদ্যুৎ বিল মেটাতে সাধারণ মধ্যবিত্তের পকেট প্রায় ফাঁকা। এমনকি বিনোদন দুনিয়ার তারকারাও এই তালিকায় আছেন। ভারতে এমনও হয়েছে, টুইট করে বেশি বিদ্যুৎ বিলের জন্য বৈদ্যুতিক সংস্থার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তারকা। তবে বেশ কিছু বলিউড তারকা আছেন, যাঁরা সারা বছরই লাখ লাখ রুপি ইলেকট্রিক বিল মেটান। তাঁদের বিদ্যুতের বিলের বহর দেখে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। এই তালিকায় কারা কারা আছেন? চলুন জেনে নেই-

অমিতাভ বচ্চন

মুম্বাইয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’। এই বাংলোতেই সপরিবার থাকেন বিগ বি। সাধারণত রোববার জলসার বাইরে এসে তিনি তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেন। প্রতি মাসে ‘জলসা’র জন্য এক বড়সড় বিল মেটাতে হয় বিগ বিকে। প্রতি মাসে ২২ লাখ রুপি বিদ্যুতের বিল আসে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

আমির খান

বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে থাকেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর বাসার বিদ্যুতের বিল প্রতি মাসে ৯ লাখ রুপির মতো আসে।

সাইফ আলী খান

সাইফ আর কারিনা বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে তাঁদের সংসার পেতেছেন। এই দম্পতিকে মাসে ইলেকট্রিকের বড়সড় বিল দিতে হয়। সাইফের বাসার বিদ্যুতের বিল ৩০ লাখ রুপি মতো।

শাহরুখ খান

মুম্বাইয়ের বান্দ্রার আরব সাগরের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’। কিং খানের এই বাংলোর সামনে রোজ হাজার হাজার মানুষ ভিড় করেন। রাত হলেই আলোয় ঝলমলিয়ে ওঠে ‘মান্নাত’। এবার জানা যাক মাস ফুরালে কত রুপি বিদ্যুতের বিল দিতে হয় বলিউডের বাদশাহকে। প্রতি মাসে প্রায় ৪৩ লাখ বিদ্যুতের বিল আসে, বাংলাদেশি মুদ্রায় তাঁর মাসিক বিদ্যুৎ বিল ৬০ লাখ টাকা।

সালমান খান

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাবা-মায়ের সঙ্গে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। ফ্ল্যাটে থাকলেও তাঁকে মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুতের বিল দিতে হয়। জানা গেছে, ভাইজানের বাসার প্রতি মাসের বিদ্যুতের বিল প্রায় ২২ লাখ রুপি।

আরো পড়ুন: প্রথম কোনো বিয়ে বাড়িতে গোটা পরিবারসহ যাচ্ছেন সানি

দীপিকা পাড়ুকোন

এই তালিকায় বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের নামও আছে। বলিউডের ‘মাস্তানি গার্ল’ মাসে ১৩ লাখ রুপি বিদ্যুতের বিল দেন।

এম এইচ ডি/

বলিউড সালমান খান অমিতাভ বচ্চন শাহরুখ খান দীপিকা চলচ্চিত্র বিনোদন জীবনযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন