শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শুধু মানুষের নয়, পাখিদেরও হয় বিচ্ছেদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্পর্কের টানাপোড়েনে আলাদা জীবন বেছে নেন অনেক দম্পতিই। একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকলে, ভালোবাসা বা বিশ্বাসের অভাব হলে বিচ্ছেদের পথে হাঁটেন দম্পতিরা। পশু, পাখিদের মধ্যেও যে এমন মান-অভিমানের পালা চলে, তাদের সম্পর্কেও যে ‘বিচ্ছেদ’ শব্দের অস্তিত্ব রয়েছে, তাই সম্প্রতি লক্ষ্য করেছেন গবেষকরা।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, গবেষকরা বলছেন, পাখিদেরও সঙ্গীর কাছ থেকে বিচ্ছেদ নেয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। পশুদের মধ্যে কখনও কখনও বহুগামিতা দেখা গেলেও পাখিরা সাধারণত একটি প্রজননবর্ষে একজন সঙ্গীকেই নির্বাচন করে থাকে। বিচ্ছেদের কারণগুলো একরকম হলেও প্রজাতি অনুযায়ী বদলে যায় বিচ্ছেদ নেয়ার ধরন।

আরো পড়ুন: প্রেমে পড়েছেন কিন্তু বলতে পারছেন না, কাজে লাগান এই টিপসগুলো

পাখি যুগলদের মধ্যে বিচ্ছেদের কারণগুলোও অনেকটা মানুষের মতো। যৌনজীবনে অতৃপ্তি, আশপাশের পরিবেশ বা অন্যান্য নানা কারণে অবসাদ থেকেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকে।

এছাড়াও সঙ্গীর সঙ্গে অশ্লীল আচরণ, বহুগামী মনোভাব, পরিযায়ী পাখিদের এক জায়গা থেকে অন্য আরেক জায়গার দূরত্ব এবং বয়সজনিত মৃত্যুর সঙ্গে বিচ্ছেদের পারস্পরিক সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গবেষকরা।

এসি/


মানুষ পাখি

খবরটি শেয়ার করুন