প্রতীকী ছবি
ঢাকার শেয়ারবাজারে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) প্রথম ঘণ্টায় সূচক ও লেনদেন উভয়ই বৃদ্ধি পেয়েছিল। প্রথম এক ঘণ্টায় লেনদেন ২০০ কোটি ছাড়িয়ে যায়। তবে এর পরপরই শেয়ারবাজারে দরপতন ঘটেছে।
আজ শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড। কয়েক মাস ধরেই এই কোম্পানি লেনদেনের তালিকায় শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে ইস্টার্ন হাউজিং এবং তৃতীয় স্থানে ইস্টার্ন ইন্স্যুরেন্স।
এদিকে আজ প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে শূন্য দশমিক ৮৯ পয়েন্ট; ডিএসইএসের পতন হয়েছে শূন্য দশমিক ৮৮ পয়েন্ট; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২ দশমিক ৪৯ পয়েন্ট।
এম.এস.এইচ/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন