শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রম খাত নিয়ে আলোচনা করতে ঢাকায় ইইউর প্রতিনিধিদল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হয়েছে, তা দেখতে রোববার (১২ নভেম্বর) ঢাকায় এ‌সে‌ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। 

ইইউর প্রতি‌নি‌ধিদ‌লের ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সামাজিক যোগা‌যোগ মাধ্যম এক্স-এ (সা‌বেক টুইটার) চার্লস লি‌খে‌ছেন, শ্রম অধিকার এবং মানবাধিকার বিষয়ে বাংলাদেশের অংশীজনদের স‌ঙ্গে ইইউর অবস্থান বিনিময় কর‌তে ঢাকায় এসে‌ছে প্রতিনিধিদল। প্রতি‌নি‌ধিদল ঢাকায় এ‌সে বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের এক‌টি স্কুল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

ঢাকার কূটনৈতিক একটি সূত্র বলছে, দেশে তৈরি পোশাক শিল্প খাতে যখন ন্যূনতম মজুরিসহ শ্রমিকদের নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে, ঠিক ওই সময়ে ঢাকায় ইইউর প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সফরে সংশ্লিষ্ট বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি অবধারিতভাবে আলোচনায় থাকবে। এর বাইরে শ্রম আইন পরিস্থিতি, ইপিজেডে শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশুশ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সহিংসতা, নিপীড়ন, শ্রম ইউনিয়নবিরোধী তৎপরতা রোধ, ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতাসহ আইএলও’র মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হতে পারে।  

জানা গেছে, প্রতিনিধিদলটির পাঁচদিন বাংলাদেশে অবস্থানের কথা র‌য়ে‌ছে। প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া প্রতিনিধিদলটি ঢাকায় কয়েকটি পোশাক কারখানা পরিদর্শনের পাশাপাশি শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।

এসকে/ 

ঢাকা প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন পোশাক কারখানা শ্রম খাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন