ছবি-সংগৃহীত
পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে নভেম্বরে। ডিসেম্বর থেকে এই মজুরি কাঠামো কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। গার্মেন্টস শ্রমিকদের বেতন কত টাকা বাড়ছে তা চলতি মাসের (নভেম্বর) মধ্যে জানা যাবে বলে জানিয়েছে মালিক, শ্রমিক ও মজুরি বোর্ড। তবে ঠিক কত টাকা বাড়বে তা পরিষ্কার করেনি।
বুধবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় এ তথ্য জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। সভায় একই তথ্য জানান মালিক প্রতিনিধি ও বিজিএমই সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি।
বৈঠকে ন্যূনতম কত মজুরি হবে, তা নিয়ে একমত হতে পারেনি বোর্ড। প্রস্তাবিত ১০ হাজার ৪০০ টাকা থেকে আরো বাড়ানো হবে বলে নিশ্চিত করেন মালিক প্রতিনিধি। তবে শ্রমিক প্রতিনিধি এটা আরো বেশি দাবি করেছেন। ঠিক কত টাকা বাড়ানো হবে তা আজকের সভায় চূড়ান্ত করা যায়নি।
যদিও শ্রমিক প্রতিনিধি ২০ হাজার ৩৯৯ টাকার প্রস্তাব আগেই দিয়ে রেখেছিল। এর মধ্যে শ্রমিকরা রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করছে।
বৈঠকে ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরিনসহ শ্রমিক, মালিক ও মজুরি বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: পদ্মা সেতুতে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু আজ, কমেছে ভাড়া
এসি/ আই.কে.জে/