সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

সরকারের সঙ্গে থাকতে চায় জাপার একটি অংশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকতে চান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) বেশির ভাগ সংসদ সদস্য। তবে দলের শীর্ষ নেতৃত্বসহ একটি অংশ সরকারের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধতে আগ্রহী নয়। তারা রাজনীতিতে একটা ‘স্বতন্ত্র’ অবস্থান নেওয়ার পক্ষে। কিন্তু এখন পর্যন্ত সে অবস্থান স্পষ্ট করতে না পারায় এ অংশটি দ্বিধাগ্রস্ত।

জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, একটি অংশের সরকারের সঙ্গে থাকার, অন্য অংশটির স্বতন্ত্র অবস্থান নেওয়ার তৎপরতা দলের নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাপার একাধিক নেতাকর্মী বলেছেন, তাঁদের ধারণা আওয়ামী লীগ আবারও যেকোনো উপায়ে ক্ষমতায় আসবে। তাই আবার সংসদ সদস্য হতে হলে সরকারের সঙ্গে সখ্য রেখে চলাই ভালো। তা না হলে রাজনীতিতে জাপার যে অবস্থান আছে, সেটিও হারাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার একজন নারী সংসদ সদস্য গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের সঙ্গে এতদিন ছিলাম। এখনো বের হয়ে যাইনি। সবাই চাচ্ছে সরকারের সঙ্গে থাকতে।’

সর্বশেষ গত শনিবার জাপার প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় একাধিক সংসদ সদস্য সরকারের সঙ্গে থাকার পক্ষে মত দেন। জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৭ জন প্রেসিডিয়াম ও সংসদ সদস্য অংশ নেন। সভায় জি এম কাদের আবারও স্পষ্ট করেন, জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা ও আদর্শ নিয়ে রাজনীতি করবে। কারও ‘বি টিম’ হয়ে রাজনীতি করবে না।

অবশ্য জাপার মহাসচিব মো. মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। সময় এলে, অবস্থা বুঝে, জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তবে তিনি এও বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোটে যাবে কি না বা নির্বাচন কীভাবে করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর.এইচ/ আই. কে. জে/

জাপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন