শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ইবির মুসা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ইবির মুসা ছবি : সুখবর

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত মোট ১৬.১ কিলোমিটার দীর্ঘ ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিতে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মুসা হাশেমী। তিনি আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘বাংলা চ্যানেল সুইমিং কম্পিটিশন ২০২৩’ এর ১৮তম আসরে অংশ নেবেন।

মুসা বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাংলা চ্যানেল পার করতে হলে তাকে প্রায় ৫ ঘন্টা টানা সাঁতার কাটতে হবে। এসময় কোনও ধরনের সাপোর্ট বা সহায়তা নিতে পারবেন না তিনি। তার এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন এবং হক ল’ একাডেমি।

মুসা হাশেমী বলেন, ২৮ ও ২৯ নভেম্বর টেকনাফে প্র‍্যাক্টিস সেশন থাকবে। ৩০ নভেম্বর সকালে প্রতিযোগিতা শুরু হবে। বাংলা চ্যানেল বিজয় করে উদযাপনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতির সামনে তুলে ধরতে চাই।

জানা যায়, ২০০৬ সালের জানুয়ারি মাসের মাঝামাঝিতে একটি দল শাহপরীর দ্বীপ থেকে বঙ্গোপসাগরে ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে পৌঁছায় সেন্টমার্টিন দ্বীপে। আন্ডারওয়াটার ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হক ছিলেন এ দলের দলনেতা। তিনি সাঁতারের এ পথের নামকরণ করেন ‘বাংলা চ্যানেল’।

২০০৬ সাল থেকে প্রতি বছর বাংলা চ্যানেলে নিয়মিত সাঁতার আয়োজন করে আসছে বাংলাদেশের সাঁতারু ও সাঁতারপ্রেমীরা।

আরো পড়ুন : নানা আয়োজনে ৪৫তম ইবি দিবস উদযাপন

এদিকে মুসা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এবছর দেশি-বিদেশি মোট ৩৬ জন প্রতিযোগী অংশ নেবেন। ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। 

এর আগেও মুসার রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে সুইমিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ক্যাম্পাসে সুইমিং বা সাঁতার কাটার জন্য পর্যাপ্ত সুবিধা না থাকায় ক্যাম্পাস থেকে ৩.৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পিয়ারপুরের কুমার নদে নিয়মিত অনুশীলন করছেন তিনি।

আবির/ এস/ আই.কে.জে/

সাঁতরে বাংলা ইবির মুসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন