শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক–লেখকদের বাড়িতে বাড়িতে ভারতীয় পুলিশের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দিল্লি ও মুম্বাইয়ে খ্যাতিমান কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সংবাদমাধ্যম নিউজক্লিকের অর্থায়নসংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ভোরে এসব তল্লাশি চালানো হয়। এ সময় অনেকের মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, নিউজক্লিক চীনের কাছ থেকে অবৈধ উপায়ে তহবিল সংগ্রহ করেছে। এটা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে সমালোচকদের মতে, এসব করে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

দিল্লিতে তল্লাশি চালানো হয়েছে নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিসার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী, ভাষা সিং, জনপ্রিয় কৌতুকশিল্পী সঞ্জয় রাজৌরা, লেখক গীতা হরিহরণ, ইতিহাসবিদ সোহেল হাসমিসহ কয়েকজনের বাড়িতে।

মুম্বাইয়ে তিস্তা শিতলবাদের বাড়িতে দিল্লি পুলিশের দল গেছে। তল্লাশি চালানো হয়েছে প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতার বাড়িতেও। নিউজক্লিকের বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

জানা গেছে, ডি রঘুনন্দন ও সঞ্জয় রাজৌরাসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

গত ১ আগস্ট দিল্লি পুলিশের করা একটি এফআইআরের পরিপ্রেক্ষিতে আজকের এ অভিযান। দমনমূলক আইন ইউএপিএর বিভিন্ন ধারা এতে প্রয়োগ করা হয়েছে। এ এফআইআর হয়েছে সংসদে বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবের এক বক্তব্যের জেরে।

নিশিকান্ত দুবে অভিযোগ করেন, ‘ভারত বিরোধী’ আবহ তৈরিতে যুক্ত রয়েছেন কংগ্রেস নেতারা। এতে যোগ দিয়েছে কিছু সংবাদমাধ্যমও। আর এ জন্য চীন থেকে তহবিল পেয়েছে নিউজক্লিক।

একে/


ভারতীয় পুলিশ সাংবাদিক–লেখক তল্লাশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন