শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রফতানিতে রেকর্ড

সাতক্ষীরা থেকে বিদেশে গেল ১৮০ টন আম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে সাতক্ষীরায় ৬৮ হাজার টন আম উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ হাজার টন বেশি। এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে জেলা থেকে গত বছরের তুলনা ১০০ টন আম বেশি রফতানি হয়েছে। সে হিসেবে উৎপাদন ও রফতানি উভয়েই রেকর্ড হয়েছে এবার।

কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে জেলার ৫ হাজার ২৯৯টি আম বাগানে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন। তবে আম উৎপাদন হয়েছে আরও বেশি। কৃষি বিভাগ বলছে ৬৮ হাজার ৮১৯ মেট্রিক টন আম এবার উৎপাদন হয়েছে। 

এদিকে গত বছর জেলা থেকে ৮০ মেট্রিক টন আম বিদেশে রফতানি হয়েছিল। তবে এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮০ মেট্রিক টন। ১৩ হাজার ১০০ আম চাষির পরিশ্রমে এবার এ সাফল্য এসেছে বলছেন সংশ্লিষ্টরা।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেলায় এবার আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি রফতানিও হয়েছে। প্রথমে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও তা নিরসনে সফলভাবে আম রফতানি করা সম্ভব হয়েছে। 

তথ্য বলছে সাতক্ষীরা থেকে ২০১৫ সালে ২১, ২০১৬ তে ২৩, ২০১৭ তে ৩২, ২০১৮ তে ১৯ দশমিক ৫, ২০১৯ এ এক টন, ২০২১ এ ১১ দশমিক ৩৬ টন ও ২০২২ এ ৮০ টন আম রফতানি হয়; যা চলতি মৌসুমে ১৮০ টনে উন্নীত হয়েছে। 

এসব আমের অধিকাংশই রফতানি হয়েছে ইতালি, ফ্রান্স, হংকং, যুক্তরাজ্য ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে।

আরো পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোয় বাংলাদেশের তীব্র নিন্দা

সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, আবহাওয়া, জলবায়ু ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় কয়েক সপ্তাহ আগে পাকে। 

এ ছাড়া জেলার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি স্বাদে, গুণে ও মানে অনন্য। এই বিশেষত্ব কাজে লাগিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাতক্ষীরার আম বিদেশে রফতানি শুরু হয়।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন