সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাহসী পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রতিনিয়ত ভক্তদের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। এক বছরের ব্যবধানে ৩৯ কেজি ওজন কমিয়ে নিজেকে দারুণভাবে বদলে ফেলেছেন । কখনো কখনো সাহসী পোশাকেও উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। 

রুনা মনে করেন, পোশাক পরার বিষয়টি একান্তই ব্যক্তিগত। সম্প্রতি নিজের ফেসবুকে ১০ বছর আগের ও বর্তমানের দুইটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে প্রায় একই পোশাকে দেখা মিলেছে তার। 

দুইটি ছবিতেই সমুদ্রতীরে বসে ছিলেন রুনা। ক্যাপশনে লিখেছেন, প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা ২০১৩ তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপ এর সমুদ্রতীরে তোলা ২০২২ এ। আমার বয়স তখন ৩৯, ওজন ৬৫ কেজি।

রুনা জানালেন, ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গেলে এমন পোশাকই পরবেন তিনি। অভিনেত্রীর ভাষায়, বেঁচে থাকলে হয়তো ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরবো। 

কারণ আমি বিশ্বাস করি, কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ, বয়স ২০ না  ৮০ সেটা যেমন কোন ব্যাপার না। ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোন ব্যাপার না।  ব্যাপার হচ্ছে , এটা আমার পছন্দ। 

আরো পড়ুন: মাহিকে জুতা মারতে চাইলেন এই যুবক

এরপর এই অভিনেত্রী লিখেছেন, আমি একজন পরিণত বয়সের মানুষ, আমার জীবন অবশ্যই আমার পছন্দ মতো যাপন করার অধিকার রাখি। শুধু পৃথিবীর কোনও প্রাণের ক্ষতি না করে। 

দুটো ছবিতে সময়..জায়গা..বয়স..ওজন..অনেক কিছুর পার্থক্য। তবে একটা বিষয় একই আছে, আমার পোশাক, বিশ্বাস,আর হাসি।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

এসি/ আই.কে.জে



অভিনেত্রী উত্তাপ ছড়াচ্ছেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন