রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ-স্টার্ক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। চোটের কারণে আগে থেকেই নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। এরপর ৭ সেপ্টেম্বর থেকে দুদল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে।

এর আগে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে মিচেল মার্শকে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেই দল থেকে ইতোমধ্যে তিনি প্রধান দুই তারকাকে হারিয়েছেন। স্মিথের পরিবর্তে ওয়ানডে দলে ফিরতে পারেন মার্নাস লাবুশেন। অথচ ভারত বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি তার। অন্যদিকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে যুক্ত হচ্ছেন তরুণ ব্যাটার অ্যাশটন টার্নার।

বাঁ হাতের কবজিতে চোট পেয়েছেন স্মিথ, বিষয়টি শুক্রবার (১৮ আগস্ট) প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে অ্যাশেজের চতুর্থ টেস্টের আগে স্মিথকে নেটে অনুশীলনের সময় ফিজিওর দ্বারস্থ হতে দেখা গিয়েছিল। নতুন এই চোট থেকে সেরে উঠতে আরও চার সপ্তাহের মতো লাগবে তার। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ভাবা হচ্ছিল স্মিথকে। তবে প্রোটিয়া সিরিজে সেটি আর হয়ে উঠছে না।

অন্যদিকে কুঁচকিতে চোট লেগেছে পেসার স্টার্কের। ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর অ্যাশেজের ৫টি ম্যাচের মধ্যে তিনি ৪টিতেই খেলেছিলেন। সে সফরের শেষ দিকে কাঁধে চোট পেয়েছিলেন, যদিও এবার বাইরে থাকতে হচ্ছে ওই কুঁচকির চোটের কারণে। তার চোট সুযোগ করে দিচ্ছে তরুণ পেসার স্পেন্সার জনসনকে। আগে থেকেই টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। তবে স্টার্কের চোট তাকে ওয়ানডে দলেও খেলার সুযোগ করে দিয়েছে।

আর.এইচ 

আফ্রিকা আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন