ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কমায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত সুরমা নদীর পানি এখন বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই জেলার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে।
তবে এখনও সুনামগঞ্জের সদর, ছাতক, তাহিরপুর, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর, মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চল ঢলের পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ফলে পরিবার-পরিজন, গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। এরই মধ্যে নিম্নাঞ্চলের সব টিউবওয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব।
এছাড়া আটদিন ধরে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাহিরপুর উপজেলার। এমনকি ছাতক, দোয়ারা বাজার, তাহেরপুরসহ কয়েকটি উপজেলার সঙ্গে দুর্গম এলাকার ৪০টিরও বেশি গ্রামের সরাসরি যানচলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন:সেপ্টেম্বরে পদ্মা সেতুতে চলবে ট্রেন
দুর্ভোগে পড়া মানুষরা বলেন, বন্যার পানিতে আমাদের নাজেহাল অবস্থা। পরিবার-পরিজন নিয়ে খুব বিপদে আছি। ঢলের পানিতে সব টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর জানায়, সুনামগঞ্জ জেলায় ২৫ হাজার টিউবওয়েল রয়েছে। তারমধ্যে নিম্নাঞ্চলগুলোতে ১০ হাজার টিউবওয়েল রয়েছে। যেগুলো এরই মধ্যে ঢলের পানিতে তলিয়ে গেছে।
জেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম জানান, বন্যা মোকাবিলায় ১৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে। যে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে সেসব এলাকায় পানি বিশুদ্ধকরণ এই ট্যাবলেটগুলো বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এসি/