শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

সৌদি সীমান্তরক্ষীদের নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের ইয়েমেন সীমান্তে সীমান্তরক্ষীদের বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এত সীমান্তরক্ষীদের গুলিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে সৌদি সরকার অভিযোগগুলো জাতিসংঘের পরিকল্পিত বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।     

আজ (২১ আগস্ট) সোমবার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সূত্রে বিবিসি জানিয়েছে, শত শত মানুষকে সৌদি সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে আসা ইথিওপিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদন সূত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির আঘাতে অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে মহিলা এবং শিশুসহ অন্যান্য নিহত অভিবাসীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে সৌদি আরব এই পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সৌদি সীমান্তে অভিবাসীদের ওপর গুলি চালানোর ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে সীমান্তে সীমান্তরক্ষীদের গুলিতে নিহত এবং পক্ষাঘাতগ্রস্থ হয়েছেন বহুঅভিবাসী। তবে সাম্প্রতিক ঘটনাটি গণহত্যার পর্যায়ে পরিণত হয়েছে।


জাতিসংঘের মতে, বছরে ২ লাখেরও এরও বেশি মানুষ ইয়েমেনের সমুদ্রপথে পাড়ি দিয়ে সৌদি আরব আসে। এই দীর্ঘ পথ চলাকালে অনেকেই কারাভোগ ও মারধরের শিকার হয়েছেন। 

সৌদি সরকার জানায়, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়েছে। তবে তারা জাতিসংঘের পরিকল্পিত হত্যার অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ অভিযোগগুলো নিশ্চিত বা প্রমাণ করার জন্য কোন তথ্য বা প্রমাণ খুঁজে পায়নি তারা।

এসকে/ 


সৌদি আরব অভিবাসীর মৃত্যু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন