শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্পমূল্যে আকর্ষণীয় হেলমেট বাজারে আনলো আরএফএল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য ক্রয়ক্ষমতার মধ্যে উন্নতমানের হেলমেট আনলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশে প্রথমবারের মতো উৎপাদিত ‌‘সেফমেট’ ব্র্যান্ডের হেলমেটের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল (আর এন পাল)।

নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নিজস্ব কারখানায় সেফমেট ব্র্যান্ডের হেলমেট উৎপাদিত হচ্ছে। কারখানাটির বার্ষিক হেলমেট উৎপাদন ক্ষমতা ১ লাখ ২০ হাজার পিসের বেশি। প্রাথমিকভাবে কারখানাটিতে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে বার্ষিক হেলমেটের বাজার ৫০০ কোটি টাকার ওপরে। যার প্রায় পুরোটাই আমদানি করা হয়। আমদানির প্রায় ৬০ শতাংশ আসে ভারত থেকে এবং বাকিটা চীন থেকে। শুরুর দিকে দুই ধরনের হেলমেট পাওয়া যাবে। হাফ ফেস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৪০০ টাকা এবং ফুলফেস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ২ হাজার ২৫০ টাকা। সুপার স্টোর, বাইক এক্সেসরিজ এবং হেলমেট বিক্রয় করে এরকম শোরুমে সেফমেট ব্র্যান্ডের হেলমেট পাওয়া যাবে।

এসময় আর এন পাল বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য হেলমেট একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি শুধু নিরাপত্তাই নিশ্চিত করে না, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট পরিধানের বাধ্যবাধকতা রয়েছে। আর্থসামাজিক অবস্থা, জীবনযাত্রার পরিবর্তনসহ নানাবিধ কারণে বাংলাদেশে দিন দিন মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। একই কারণে হেলমেটের চাহিদাও বাড়ছে।

তিনি বলেন, প্রত্যেকটি পণ্য মানসম্মত করতে চাই। বাংলাদেশে যেসব হেলমেট পাওয়া যায় তা প্রায় পুরোপুরি আমদানিনির্ভর এবং এসব আমদানিকৃত হেলমেট অধিকাংশ মানসম্মত নয়। আমাদের উৎপাদিত সেফমেট হেলমেট বিএসটিআই সার্টিফাইড, যা বাংলাদেশে শুধু আমাদেরই রয়েছে। ইদানিং দেখা যায়, হেলমেট ভাঙার আগে মাথা ফাটে। আমাদের হেলমেট ভাঙবে না, মাথাও ফাটবে না।

দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে হেলমেট রপ্তানি করা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের প্রাইস অত্যন্ত রিজেনএবল। সব সুবিধা আছে এমন হেলমেটের দাম ২ হাজার ২৫০ টাকা। এ মানের বিদেশি একটি হেলমেটের দাম ৩ থেকে ৫ হাজার টাকা।

আরো পড়ুন: কমলো সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের দাম

অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম বলেন, সেফমেট হেলমেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যাডভান্সড এবিএস শেল এবং পিসি ম্যাটেরিয়ালে তৈরি। এতে রয়েছে উন্নতমানের বেল্ট ও লকিং সিস্টেম। তাছাড়া ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রয়েছে উন্নতমানের ভেন্টিলেশন সিস্টেম।

অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের হেড অব মার্কেটিং ইসফাকুল হক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) নাহিদ কবির, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/


হেলমেট আরএফএল

খবরটি শেয়ার করুন