শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হরতালে বিদেশগামীসহ সাধারণ মানুষের দুর্ভোগ, উদ্বেগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ষাটোর্ধ্ব আজগর আলী বড় ছেলেকে নিয়ে ঢাকায় এসেছেন সিলেট থেকে। পরিবারের হাল ধরতে ছেলেকে কাতার পাঠাচ্ছেন বাবা। মেডিকেল করতে বাবা-ছেলের ঢাকায় আসা। হরতালের কারণে মৌলভীবাজার থেকে ঢাকায় আসতে বেশ বিড়ম্বনায় পড়তে হয় তাদের। 

ভৈরবের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন সৌদি আরব যাবেন। পল্টনের একটি রিক্রুটিং এজেন্সির কাছে তার পাসপোর্ট জমা রয়েছে। মেডিকেলের তারিখ পড়েছে। সেজন্য ভোর পাঁচটা থেকে পাসপোর্টের জন্য পল্টন এসে বসে আছেন আলাউদ্দিন। তিনি বলেন, ভোর রাত ৩টায় ভৈরব থেকে রওনা হয়েছি। সেই সকাল থেকে বসে আছি। ১১টায় মেডিকেল হবে। পাসপোর্ট এজেন্সির কাছে জমা। সকাল ৮টার মধ্যে এখানে থাকতে বলছে; কিন্তু ফোন দিচ্ছি, তারা কেটে দেয়।

রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এতে করে আজগর-আউদ্দিনের মতো অনেক বিদেশগামী বা তাদের পরিবারকে নানা ঝামেলায় পড়তে হয়েছে।

রাজধানীর পুরানা পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন, শাহবাগ ও বাংলামোটর এলাকার মূল সড়কে সকাল সাতটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে।

পুরানা পল্টনে একটি বেসরকারি অফিসে কাজ করেন মোহাম্মদ রতন। আবদুল্লাপুর থেকে পল্টনে আসতে তাকে গুনতে হয়েছে পাঁচশ টাকা। রতন বলেন, বাসা থেকে অন্য দিনের তুলনায় একটু আগে বের হই। রাস্তায় বাস ছিল কিছু। কিন্তু ভয়ে বাসে উঠতে সাহস পাচ্ছিলাম না, সেজন্য সিএনজি করে আসলাম। কিন্তু যে ভাড়া নিল, যাবার সময়ও সিএনজিতে গেলে আজকের বেতন শেষ।

শাহবাগ থেকে কাওরান বাজার যাবেন সুমাইয়া আক্তার। রিকশা চালকরা ভাড়া হাঁকছেন ১০০ টাকা। সুমাইয়া বলেন, সবাই সুযোগ কাজে লাগাবে। এতটুকু রাস্তা ১০০ টাকা ভাড়া চায়, চিন্তা করেন!

বাংলামোটরে দায়িত্বরত সার্জেন্ট (ট্রাফিক) বুলবুল আহমেদ জানান, সকাল থেকে এ সড়কে বাস চলাচল স্বাভাবিক আছে। তবে অন্য দিন যেমন থাকে তার চেয়ে কিছুটা কম আছে। এখন গাড়ির আনাগোনা সকালের চেয়ে অনেক বাড়ছে।

আরো পড়ুন: বিএনপি কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, নেতাকর্মীদের দেখা নেই

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিএনপি এই হরতাল ডেকেছে। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও আজ সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।

এসি/ আই. কে. জে/




সাধারণ মানুষ হরতাল

খবরটি শেয়ার করুন