সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হারানো দুল খুঁজতে গিয়ে পাওয়া গেল নবম শতাব্দীর গুপ্তধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

জরুরি জিনিস হারিয়ে গেলে মনখারাপ তো হয়ই, আর তা যদি সোনার কানের দুল হয়, তাহলে তো কথাই নেই। তেমনই একটি সোনার কানের দুলের খোঁজে বেরিয়েছিলেন নরওয়ের একটি পরিবার। রীতিমতো মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেই সোনার দুলটি খুঁজতে বেরোন পরিবারটি।

তবে দুলের বদলে যা খুঁজে পেল তারা, তা অমূল্য। খুঁজতে খুঁজতে তাদের হাতে এসেছে ভাইকিং সভ্যতার একাধিক শিল্পকর্ম। যার বয়স এক হাজার বছরের বেশি তো হবেই।

দুল খুঁজে পেতে শেষে নিয়ে আসতে হয় মেটাল ডিটেক্টর। খোঁড়া শুরু হয় বাগানে। আর তাতেই কেল্লা ফতে। কপাল খুলে যায় বাড়ির মালিকের। কারণ একটা দুলের বদলে মিলে গেল আস্ত গুপ্তধন!

ঘটনাটি নরওয়ে সংলগ্ন জোমফ্রুল্যান্ড দ্বীপের। সেখানকার একটি বাড়ির বাগানের গাছের নিচেই ছিল কোটি মূল্যের গুপ্তধন। দুল খুঁজতে গিয়ে সেই বাগানবাড়ির সদস্যরা সন্ধান পান বহুমূল্যের বিভিন্ন প্রাচীন জিনিসের। যার মধ্যে রয়েছে একটি বড় ব্রোচ।

আরো পড়ুন: সিংহের গর্জনের চেয়ে মানুষের কণ্ঠকে বেশি ভয় পায় প্রাণীরা

এর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় ওই অঞ্চলে। খুঁজে পাওয়া জিনিসগুলো দেখে বিশেষজ্ঞরা মনে করছেন সেগুলো ৯ শতকের ভাইকিং সভ্যতার।

সেসময় কোনও মহিলাকে ওই অঞ্চলে কবর দেয়া হয়েছিল। রীতি অনুযায়ী মৃতদেহের সঙ্গে যে আনুষঙ্গিক জিনিস দেয়া হতো। তারই অংশ ওই গুপ্তধন।

এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই ওই ভাগ্যবান পরিবারটিকে অভিনন্দন জানিয়েছেন। এনিয়ে সেদেশের সাংস্কৃতিক ও ঐতিহ্য কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ‘ভাইকিংদের আমলের বিভিন্ন অমূল্য জিনিস খুঁজে পাওয়ার জন্য পরিবারটিকে আমরা অভিনন্দন জানাচ্ছি।’ এই বিষয়ে কাউন্সিলের তরফে ফেসবুকে একটি পোস্টও করা হয়েছে।

এসি/ আই. কে. জে/ 



নবম শতাব্দীর গুপ্তধন দুল

খবরটি শেয়ার করুন