শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

১৫ মাস পর খুলল দেবতাখুম পর্যটন কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘ পনেরো মাস পর খুলে দেওয়া হলো বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুম। বুধবার (১৭ই জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ই জুলাই ২০২৩ জারিকৃত গণবিজ্ঞজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ১৭ই জানুয়ারি ২০২৪ তারিখের পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ই জানুয়ারি ২০২৪ তারিখ হতে প্রত্যাহার করা হলো। 

আরো পড়ুন: সময় ও খরচ কমলো সেন্টমার্টিন ভ্রমণে

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, ২২শে জানুয়ারি হতে পর্যটকরা দেবতাখুম ভ্রমণ করতে পারবে।  আগামী ২১শে জানুয়ারি তারিখ পর্যটক ভ্রমণ সংক্রান্ত উপজেলা প্রশাসনের একটা মিটিংও করা হবে। যেখানে পর্যটক ভ্রমণের বিষয়ে দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

তবে গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে উপজেলা প্রশাসন হতে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রদান করতে হবে বলে জানানো হয়। এর মধ্য দিয়ে জেলার ৭টি উপজেলার প্রায় সবগুলো পর্যটনকেন্দ্রই উন্মুক্ত হলো ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য। 

প্রসঙ্গত, সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের অক্টোবর মাস থেকে সন্ত্রাসীদের নির্মূলে অভিযান শুরু করে যৌথবাহিনী। 

এইচআ/  আই.কে.জে

দেবতাখুম পর্যটন কেন্দ্র রোয়াংছড়ি

খবরটি শেয়ার করুন