মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আসছে মোশাররফ করিমের ‘হুব্বা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘হুব্বা’ শিরোনামের সিনেমাটি ঘিরে শুরু থেকেই বেশ আলোচনায় রয়েছেন মোশাররফ করিম। এটি মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে ‘হুব্বা’র ৪০ সেকেন্ডের টিজার। যেখানে পাওয়া গেছে হুব্বার নৃশংসতার ছাপ! কয়েক ঝলকে মোশাররফ করিমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেই রূপে এর আগে দেখা যায়নি তাকে।

সিনেমাটির পোস্টারেও ভিন্ন মোশাররফের দেখা মিললো। ঠোঁটে সিগারেট। সেই সিগারেট হাতের আঙুল দিয়ে ধরা। এমন লুকে ধরা দিলেন দেশের জনপ্রিয় তারকা মোশাররফ করিম।

পোস্টারটি শেয়ার করে সিনেমাটির প্রযোজনা সংস্থা লিখেছে, ‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’ সেই সঙ্গে আগাম জানিয়ে দেওয়া হয়েছে, খুব শিগগির আসছে ‘হুব্বা’র ট্রেলার! যেখানে নতুন চমকও থাকছে বলে জানিয়েছে তারা।

আরো পড়ুন: এবার সরাসরি ট্রলের জবাব দিলেন মৌনি!

 হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

এতে গ্যাংস্টার অবতারে হাজির হবেন মোশাররফ করিম। খুন, মারামারি, মাদক পাচারসহ নানা অপরাধে জড়িত ছিল হুব্বা। অসংখ্য মামলা ছিল তার নামে। সেসব কাটিয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিল। নানা নাটকীয়তায় ভরা তার জীবনের সমাপ্তি ঘটে ২০১১ সালে। বৈদ্যবাটির খালে পাওয়া যায় তার মরদেহ। সেই চরিত্রটাই পর্দায় ফুটিয়ে তুলেছেন মোশাররফ করিম।

এসি/ আই.কে.জে/

মোশাররফ করিম ‘হুব্বা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন