ছবি: সংগৃহীত
শুক্রবার (১২ই জানুয়ারি) রাতেই বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করলেও বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি ছবি প্রকাশের ক্ষেত্রেও যেন সতর্ক ছিলেন এই অভিনেতা। স্ত্রীকে প্রায় আড়ালে রেখেই ছবি প্রকাশ করেছেন জোভান। এরপরই আলোচনায়, কে এই পাত্রী?
জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে।
আরো পড়ুন: বিয়ে সেরে ফেললেন মৌসুমী
এদিকে শনিবার রাতে ফেসবুকে প্রথম ছবি পোস্ট করেন জোভান। যার ক্যাপশনে লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়— একটি মেয়ের হাত ধরে উচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।
প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করে একটানা ১২ বছর ধরে অভিনয় করে যাচ্ছেন জোভান। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব কনটেন্টেও। বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন পর্দার বাইরের একজনকে।
এসি/ আই.কে.জে