বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

হঠাৎ কী হলো হৃত্বিক রোশনের?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডে তার উপস্থিতি মানেই অনবদ্য স্টাইল, দুর্দান্ত নাচ আর অনন্য স্ক্রিন প্রেজেন্স। ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন বরাবরই ভক্তদের কাছে শক্তি ও ফিটনেসের প্রতীক। তবে সম্প্রতি তার এক ভিডিও ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। সূত্র: ইন্ডিয়া টুডে।

পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টি থেকে বেরোনোর সময় হৃত্বিককে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে।

ভারতীয় প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়—ক্রাচে ভর দিয়ে অত্যন্ত সতর্কভাবে এক পা এক পা করে হাঁটছেন অভিনেতা। ভিডিওতে আরও লক্ষ্য করা যায়, সেদিন হৃত্বিক ছিলেন বেশ লো-প্রোফাইল। ক্যাজুয়াল পোশাকে পার্টি থেকে বেরিয়ে আসার সময় তিনি পাপারাজ্জিদের এড়িয়ে যান, যেখানে সাধারণত হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে। তার হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল, শারীরিকভাবে বেশ অস্বস্তিতে রয়েছেন তিনি।

প্রিয় অভিনেতার এমন অবস্থা দেখে দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেন। ঠিক এই সময়েই হৃত্বিকের শারীরিক লড়াই নিয়ে নতুন এক তথ্য সামনে আনেন খ্যাতনামা কোরিওগ্রাফার বসকো মার্টিস।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বসকো স্মৃতিচারণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জনপ্রিয় গান ‘সেনোরিতা’-র শুটিংয়ের অভিজ্ঞতা। তার কথায়, পর্দায় যে নিখুঁত ও প্রাণবন্ত নাচ দর্শক দেখেছেন, তার নেপথ্যে ছিল হৃত্বিকের তীব্র শারীরিক যন্ত্রণা। বসকো বলেন, ‘সেনোরিতার কোরিওগ্রাফি ছিল ভীষণ কঠিন। শুটিংয়ের সময় হৃত্বিক প্রচণ্ড ব্যথার মধ্যে ছিলেন, কিন্তু পর্দায় সেটা একেবারেই বোঝা যায়নি।’

যে গান পর্দায় বন্ধুত্ব আর আনন্দের প্রতীক হয়ে উঠেছিল, বাস্তবে সেই গান শুট করতে গিয়ে কঠিন শারীরিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে। তবুও কাজ থামাননি হৃত্বিক—পেশাদারিত্বের সঙ্গে সম্পূর্ণ শুটিং শেষ করেন তিনি। এই তথ্য সামনে আসতেই নেটিজেনরা বিস্মিত।

পর্দার ঝকঝকে হাসি, সাবলীল নাচ আর শক্তিশালী উপস্থিতির আড়ালে যে দীর্ঘদিনের শারীরিক সংগ্রাম লুকিয়ে ছিল, তা এতদিন অজানাই ছিল অসংখ্য ভক্তের কাছে। 

জে.এস/

অভিনেতা হৃত্বিক রোশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250