সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি : যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ *** আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা *** সন্তানের অনুপ্রেরণায় কমলা চাষ, কম খরচে অধিক লাভ *** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা

ডাঙায় উঠতে মুখ্যমন্ত্রীকে আনার শর্ত চোরের!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পরে কৌশলে পালিয়ে যেতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দেন চোর। এরপর মাঝ পুকুরে একটি পাথরের স্থাপনায় দাঁড়িয়ে থাকেন। সেখান থেকে ডাঙায় আসতে যে শর্ত দিয়েছেন; তাতেই অবাক সবাই। গত শনিবার (১৬ই ডিসেম্বর) ভারতের হায়দ্রাবাদের শিবালয়-নগর এলাকায় এ ঘটনা ঘটে।

চোরের শর্ত, সেখানে হাজির হতে হবে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি, সাবেক মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও ও স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকদের।

জানা গেছে, শুক্রবার (১৫ই ডিসেম্বর) সুরারাম থানার স্থানীয় শিবালয়নগর এলাকার বাসিন্দা নান্দু এন্দু বং তার স্ত্রী নাগলক্ষ্মী ঘরে তালা দিয়ে পারিবারিক এক অনুষ্ঠানে গিয়েছিলেন৷ এদিন বিকাল সাড়ে ৪টায় তাদের মেয়ে সৃজ্যোতি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা।

আরো পড়ুন: সাবান দিয়ে সরানো হলো বহুতল ভবন

তখন সন্দেহ হলে সৃজ্যোতি ভেতরে ঘরে ঢুকেন৷ সেখানে গিয়ে দেখেন শোয়ার ঘরে সব জিনিসপত্র লণ্ডভণ্ড। আলমারির জিনিসপত্রও ছড়িয় আছে সর্বত্র। তার মধ্যে একজন লোক বসে টাকা গুণছেন। এরপরই এই তরুণী চিৎকার দিলে ধরা পড়ে যাওয়ার ভয়ে দৌড় দেয় চোর৷ 

তবে কিছুদূর যাওয়ার পর এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায়৷ তখন স্থানীয়দের হাত থেকে কোনওরকম নিজেকে বাঁচিয়ে চোর পুকুরে ঝাঁপ দেয়। সেখানে একটি পাথরের উপর উঠে বসে থাকে৷ 

এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় থানার এসআই ভেঙ্কটেশ ও পুলিশ সদস্যরা।

তখন পুলিশ চোরকে ডাঙায় উঠে আসতে বললেও কোনো কাজ হয়নি।

উল্টো চোরটি শর্ত দেয়; তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি, সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং সাংবাদিকরা এলে তিনি ডাঙায় আসবেন! তার এমন অবাকরা শর্তে মুখ্যমন্ত্রী না এলেও খবরের শিরোনাম হয়েছেন তিনি।

এইচআ/ আই.কে.জে/

ভারত চোর মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন