শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে *** ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা *** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান

সাম্রাজ্যবাদ ধ্বংসে কিম-পুতিন চিঠি বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোরিয়ার স্বাধীনতা অর্জনের ৭৮তম বর্ষপূর্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং–উনের মধ্যে চিঠি বিনিময় হয়েছে। দুনেতাই চিঠিতে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। একই সাথে চিঠিতে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালানো এবং সাম্রাজ্যবাদ ধ্বংসের প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা।

মঙ্গলবার (১৬ই আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদন থেকে  এ তথ্য জানা যায়। 

পুতিনকে লেখা চিঠিতে কিম জং–উন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে দুই দেশের (তখনকার অখণ্ড কোরিয়া ও রাশিয়া) মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব গড়ে উঠেছিল। এখন দুই দেশ (উত্তর কোরিয়া ও রাশিয়া) সাম্রাজ্যবাদী শক্তির স্বেচ্ছাচারী অনুশীলন ও আধিপত্যকে ধ্বংসে একসঙ্গে লড়ছে। এ লড়াই এগিয়ে নিতে হবে।’ 

কিম জং–উন আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ক নতুন যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত সম্পর্ক হিসেবে আরও বেশি বিকশিত হয়ে উঠবে।’ 

কিম জং–উন আশা প্রকাশ করেন, ‘দুই দেশ সবসময় বিজয়ী হবে। সেই সঙ্গে নিজেদের অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের পথে একে অপরকে শক্তিশালীভাবে সমর্থন ও সহযোগিতা করবে।’ 

কিম জং–উনকে লেখা চিঠিতে পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার কৌশলগত বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথা জানান। 

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। তবে উত্তর কোরিয়া এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। 

এম.এস.এইচ/

কিম জং উন পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250