বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ *** খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ৫ কোটি টাকা জব্দ করল সিআইডি *** আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: শফিকুল আলম *** উচ্চকক্ষের পিআর নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি *** ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প *** এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

বাংলাদেশ-ভুটানের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দুয়ার খুলেছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানবসেবাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও ভুটানের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। স্বাস্থ্য কূটনীতির মাধ্যমে ভুটানে মানবসেবার অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশের চিকিৎসকরা।

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী (২৮শে সেপ্টেম্বর, ২০২৩) উপলক্ষে ভুটানের থিম্পুতে আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি ক্যাম্প’। এ উপলক্ষে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিৎসক ভুটানের জিগমে দর্জি ওয়াংচুক ন্যাশনাল রেফারেল হাসপাতালে বিশেষ সার্জারি ক্যাম্প পরিচালনা করেন। চিকিৎসক দলের নেতৃত্ব দেন ডা. সামন্ত লাল সেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে গত ২৭শে সেপ্টেম্বর ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় থিম্পুর জিগমে দর্জি ওয়াংচুক হাসপাতালে বিশেষ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ডা. সামন্ত লাল সেন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা স্মরণ করে বাংলাদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা আঞ্চলিক পর্যায়ে সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভুটানের থিম্পুতে স্বাস্থ্যসেবা প্রদান এবং ভবিষ্যতে একটি বার্ন ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে এই সহযোগিতা আরও টেকসই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ

ভুটানের জনগণের জন্য মানবিক সহযোগিতার বিষয়টিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ বিশেষ বৈঠক করেন দেশটির রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

একইসঙ্গে দু’দেশের জনগণের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ মানবিকতার সব দিক ব্যবহারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজা ওয়াংচুক এই মানবিক আয়োজনের জন্য থিম্পুতে বাংলাদেশ দূতাবাস, ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়, চিকিৎসক দলের প্রধান ডা. সামন্ত লাল সেন এবং বাংলাদেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান। 

এসি/ আই. কে. জে/ 


বাংলাদেশ-ভুটান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন