বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান

জানা গেলো চাঁদের আসল বয়স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সিএনএন

বিভিন্ন নথিপত্র থেকে ব্যক্তি মানুষের বয়স যেভাবে জানা যায় চাঁদ বা অন্যান্য গ্রহ-উপগ্রহের বয়স সাধারণত সেভাবে জানা সম্ভব হয় না। মূলত এসব গ্রহ-উপগ্রহ থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষা-নিরীক্ষা তথা গবেষণার মাধ্যমে এগুলোর বয়স অনুমান করেন বিজ্ঞানীরা।

কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন নমুনা বিজ্ঞানীদের হাতে আসছে। আর সেগুলো পরীক্ষা-নিরীক্ষার মধ্যদিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। তেমনি নতুন এক গবেষণায় চাঁদের বয়স নিয়ে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, আগে যা অনুমান করা হয়েছিল চাঁদের বয়স তার চেয়ে অনেক বেশি। 

১৯৭০-এর দশকে চন্দ্রাভিযানের সময় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো মিশন এক গুরুত্বপূর্ণ কাজ করে। চাঁদের পাথরের বেশ কিছু নমুনা পৃথিবীতে আনে তারা। এগুলো বহুবার বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু এবার নতুন এক বিশ্লেষণে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যা অবাক করেছে বিজ্ঞানীদেরও।

বলা হচ্ছে, এতদিন চাঁদের যে বয়স অনুমান করা হয়েছিল, তা ভুল বলে প্রমানিত হয়েছে। সবশেষ চাঁদের বয়স অনুমান করা হয়েছিল ৪ দশমিক ৪২ বিলিয়ন বছর। তবে নতুন হিসাবে, চাঁদের বর্তমান বয়স আগের চেয়ে ৪ কোটি বছর বেশি। অর্থাৎ চাঁদের বয়স এখন যা মনে করা হয় তার চেয়ে ৪ কোটি বছর কমপক্ষে বেশি। 

ফিল্ড মিউজিয়াম ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি সম্প্রতি জিওকেমিক্যাল পারস্পেকটিভ লেটারস জার্নালে প্রকাশিত হয়েছে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও গবেষণার প্রধান লেখক ড. জেনিকা গ্রিয়ার এই নমুনার বিশেষত্ব নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। 

ড. গ্রিয়ার জানান, এটি এখনও পর্যন্ত পাওয়া চাঁদের সবচেয়ে প্রাচীন পাথরের নমুনা। এটি থেকে পৃথিবী সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যেতে পারে। চাঁদের সঠিক বয়স জানতে পারলে চাঁদের ইতিহাস এবং পৃথিবীর বিকাশ সম্পর্কেও অনেক নতুন তথ্য পাওয়া যাবে।

এই গবেষণায় অ্যাটম প্রোব টমোগ্রাফি নামে একটি নতুন কৌশল ব্যবহার করা হয়েছে। এতে লেজারের মাধ্যমে পাথরের পরমাণুগুলিকে বাষ্পীভূত করা হয় এবং তারপর নির্দিষ্ট পরমাণু পরীক্ষা করা হয়। 

গবেষণাপত্রটির সহ-লেখক ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ হেক জানান, চাঁদ ছাড়া পৃথিবীকে অনেকটাই আলাদা দেখাবে। তাই চাঁদ সম্পর্কে সমস্ত তথ্য বিশ্ববাসীর জানা প্রয়োজন।

কিন্তু বিজ্ঞানীরা এখনও এই তত্ত্বের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাননি। তার মধ্যে চাঁদ তৈরি হতে কত সময় লেগেছে, আর কতদিন এর অস্তিত্ব রয়েছে, এমন অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স। 

এসকে/ 

গবেষণা পৃথিবী বিজ্ঞানী চাঁদের বয়স নমুনা পরীক্ষা-নিরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250