শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অসুস্থ গরুর মাংস বিক্রির করায় দোকান সিলগালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাত মণ মাংস জব্দ করেছে। পরে জব্দ করা গরুর মাংস মাটিতে চাপা দিয়ে নষ্ট করা হয়েছে। অভিযানকালে বিক্রেতা পালিয়ে যাওয়ায় তাকে জেল-জরিমানা করা যায়নি।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেরাল গ্রামের আদম আলী শিকদারের ছেলে কসাই সেন্টু শিকদারে দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকান থেকে ২৮০ কেজি (৭ মণ) গরু মাংস জব্দ করা হয়। তবে সেন্টু শিকদার পালিয়ে যাওয়ায় তাকে জেল-জরিমানা করা যায়নি।

তিনি আরও বলেন, কসাই সেন্টুর ব্যবসা প্রতিষ্ঠান ফেলে পালিয়ে যাওয়ায় তার দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা মাংসে ডিজেল মিশিয়ে মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাফিউল আলম ও ভূমি অফিসের নাজির সোহেল আমিনসহ আরও অনেকে।

এসকে/ 

গরুর মাংস জরিমানা অসুস্থ বিক্রেতা

খবরটি শেয়ার করুন