সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আগুন লাগেনি বাংলাদেশ ব্যাংকে, ভুলে বাজলো ফায়ার অ্যালার্ম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে চার ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো আলাতম পায়নি ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ।

তিনি বলেন, দুপুর ২টা ৩২ মিনিটের দিকে খবর আসে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে মতিঝিলে অবস্থানরত ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিট গিয়ে দেখে আগুনের কোনো আলামত নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফায়ার অ্যালার্ম বেজেছে ভুলক্রমে। এজন্য আগুন লেগেছে ভেবে আমাদের জানানো হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ।

এসকে/ 

বাংলাদেশ ব্যাংক ফায়ার সার্ভিস আগুন

খবরটি শেয়ার করুন