মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ান গেমসের সেমিফাইনালে রোমান সানারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

আরচ্যারি গ্রাউন্ডের সামনে বাংলাদেশের শেফ দ্য মিশন এ কে সরকারের হাসিমুখ। আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তাদের মুখেও হাসির ছোঁয়া। এশিয়ান গেমসে পদকের সম্ভাবনা তৈরি করেছেন রোমানরা। 

এশিয়ান গেমস আরচ্যারিতে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে উঠেছে। আজ (৬অক্টোবর) কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে বাংলাদেশ শুট অফে হারিয়েছে। কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে সেমিফাইনাল। 

সেমিফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশ পদক নিশ্চিত করবে। সেমিফাইনালে পরাজিত হলে ব্রোঞ্জ পদকের লড়াই। সেটাও আজ অনুষ্ঠিত হবে। 

রোমান, রুবেল ও সাগর প্রথম সেট জেতেন। এরপরের সেট হারে বাংলাদেশ। তৃতীয় সেটে বাংলাদেশ জিতে জয়ের সম্ভাবনা জাগায়। চতুর্থ সেটে বাংলাদেশকে হারিয়ে ৪-৪ পয়েন্টে ড্র করে থাইল্যান্ড। ম্যাচ গড়ায় শুট অফে। প্রতি দলের আরচ্যার একটি করে শুট করে। বাংলাদেশের তিন জনের শুট স্কোর ২৮ আর থাইল্যান্ডের ২৭ হলে রোমানরা সেমিতে ওঠে। 

একে/


রোমান সানা এশিয়ান গেমস আরচ্যারি

খবরটি শেয়ার করুন