মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চীনের বিখ্যাত যাজক ওয়ান চ্যাংচুন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৫ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

চীনের বিখ্যাত হাউস গির্জার যাজক ওয়ান চ্যাংচুনকে এই মাসে ইউনান প্রদেশের লিজিয়াং থেকে গ্রেফতার করা হয়। আনহুই প্রদেশে তার নিজ শহর বেংবুতে একটি কারাগারে আটক করে রাখা হয়েছে তাকে। বেংবুর লিভিং স্টোন রিফর্মড গির্জার যাজক ছিলেন চ্যাংচুন। ওয়ান চ্যাংচুনের স্ত্রী, লিভিং স্টোনের তার সহকর্মীদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুন: চীনা অপহরণের শিকার পঞ্চেন লামার মুক্তি দাবি তিব্বতিদের

গত ১৪ এপ্রিল, পুলিশ ওয়ানের বাড়িতে অভিযান চালায় এবং গির্জার ব্যাংক একাউন্ট বন্ধ করে দেয়। সেখান থেকে কিছু ধর্মীয় জিনিসপত্র এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। ২০১৮ সালে তিনি ২০১৭ সালের ধর্মীয় প্রবিধানের বিরুদ্ধে এক বিবৃতিতে স্বাক্ষর করেন। ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি, প্রবিধানটি কার্যকর হয়। তবে ওয়ানকে অবৈধ ব্যবসায়িক অনুশীলনের অভিযোগে আটক করা হয়েছে।

 

চীন যাজক ওয়ান চ্যাংচুন গ্রেফতার

খবরটি শেয়ার করুন