বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম

যুদ্ধবিরতি ভেঙেছে ইরান—দাবি ইসরায়েলের, কঠোর জবাব দেওয়ার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও সেনাপ্রধান ইয়াল জমির। ছবি: সংগৃহীত

ইসরায়েল দাবি করেছে, ইরান যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বিষয়টি দাবি করেছেন। পাশাপাশি তিনি ইরানের এ তথাকথিত হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, কাৎজ বলেছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন যেন তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা চালিয়ে’ যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে ইসরায়েলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে উভয় ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলি আইনপ্রণেতারা তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য বেজালেল স্মতরিচ এক টুইট বার্তায় বলেন, ‘তেহরান কেঁপে উঠবে।’

ওৎজমা ইয়াহুদিত দলের এমপি লিমোর সন হার-মেলেখ টুইটে লেখেন, ‘নিঃশব্দের জবাব নিঃশব্দ, আর ক্ষেপণাস্ত্রের জবাব কী?’ বিরোধী দল ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লাইবারম্যান বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরই ইরান থেকে উত্তর ইসরায়েলের দিকে গোলাবর্ষণ করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না, উপেক্ষাও করতে পারি না। অবিলম্বে এর জবাব দিতে হবে।’

ক্ষমতাসীন লিকুদ পার্টির এমপি টালি গৎলিভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ (ইরানের) যেকোনো লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।’ তারই দলের আরেক এমপি আভিখাই বো-অরন বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর প্রতীকী স্থাপনাগুলোতে সম্পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাতে হবে।’


ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন