টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজুর রহমান। ছবি: ক্রিকইনফো
মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। ঢাকার মিরপুর শেরেবাংলায় তার স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
মিরপুরে গত রাতে (মঙ্গলবার, ২২শে জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস-মোস্তাফিজদের সিরিজ জয়ের পর আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে। নতুন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৩। পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে ২.৮৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। সমান ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপ সিং যৌথভাবে ৯ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজের সঙ্গে। আর্শদীপ এগিয়েছেন এক ধাপ।
মোস্তাফিজের সতীর্থদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। তার রেটিং পয়েন্ট ৬৩৩। এ ছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৭ ও ৩৭ নম্বরে অবস্থান করছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাসকিন ও তানজিম সাকিব এগিয়েছেন এক ও ৯ ধাপ।
তানজিম সাকিবের সমান ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে অবস্থান করছেন কুলদীপ যাদব। তাসকিন, তানজিম সাকিব দুজনেই চলমান পাকিস্তান সিরিজে নিয়েছেন তিনটি করে উইকেট। বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরিও। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে হেনরি।
খবরটি শেয়ার করুন