শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনের ভেতর লুকানো কোটি রুপি উদ্ধার করেছে ভারতের আর্থিক বিষয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৬শে মার্চ (মঙ্গলবার) এই অর্থ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইডির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিল্লি, কলকাতাসহ দেশের চারটি বড় শহরের বিভিন্ন অফিসে তল্লাশি চালায় তারা। এই অভিযানে ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানিতে অভিযানের সময় সেখানে থাকা ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২ কোটি ৫৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা) উদ্ধার করা হয়।

আরো পড়ুন: আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল, যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নাম করে ভুয়া হিসাব দেখাতো ক্যাপ্রিকর্নিয়ান শিপিং কোম্পানি। এদিকে তল্লাশির সময় কোটি কোটি রুপি ছাড়াও প্রচুর নথিপত্র উদ্ধার করেছেন ইডির তদন্তকারীরা। এছাড়াও ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে টাকা পাচার করা হতো।

এইচআ/ আই. কে. জে/ 

অভিযান ইডি অবৈধ অর্থ

খবরটি শেয়ার করুন