বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল, যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলমান গাজা যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে উল্লেখ করে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের উচিত যুদ্ধ শেষ করা।

সোমবার (২৫শে মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, গত ৭ই অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলা আমার দেখা সবচেয়ে কষ্টের মুহূর্ত। 

ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়- যদি আপনার পরিবার হামাসের হত্যাযজ্ঞের শিকার হতো তাহলে আপনি কেমন প্রতিক্রিয়া জানাতেন—এর জবাবে ট্রাম্প বলেন, আমি আপনাদের (ইসরায়েলের) মতোই প্রতিক্রিয়া জানাতাম। এটা ভয়াবহ হামলা ছিল। মানুষ ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলে কিন্তু ৭ই অক্টোবর হামাসের হামলা নিয়ে কথা বলে না—আমি খুবই বিরক্ত হই। 

তবে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা উচিত মন্তব্য করে ট্রাম্প বলেন, ইসরায়েলকে অনেক বেশি সতর্ক হতে হবে কারণ আপনারা অনেক বৈশ্বিক সমর্থন হারাচ্ছেন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

গত ৭ই অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং জিম্মি করা হয় প্রায় ২৫০ জনকে। এর জবাবে গাজায় প্রায় ছয় মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূল করা পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকা ভেটো না দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহে ইসরায়েলের শীর্ষ কূটনীতিকদের ওয়াশিংটন সফর বাতিল করেছেন তিনি। এ সফরে রাফাহতে সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করতে আমেরিকায় যাওয়ার কথা ছিল ইসরায়েলের শীর্ষ কূটনীতিকদের। 

সূত্র: ইসরায়েলি হায়োম

এসকে/

ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল

খবরটি শেয়ার করুন