বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর

ঢাবিতে অনুষ্ঠিত হলো ৮ম নারী গণিত অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৮ম নারী গণিত অলিম্পিয়াড। সকল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্রীদের জন্য টিএসসিতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। 

দিনব্যাপী কর্মসূচিতে ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। সকাল ৯:০০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সভাপতি, বাংলা একাডেমি। সকাল ১০:০০টায় শুরু হয় গণিত অলিম্পিয়াড।

বিকেল ২:৩০ টায় এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করার পাশাপাশি সুডোকু প্রতিযোগিতা, গণিত বিষয়ে উপস্থাপনা এবং বক্তৃতা অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন: ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

গণিত অলিম্পিয়াডের বিজয়ীরা হলেন জয়ন্তী ঘোষ (ঢা.বি.), তাসনিমা ইসলাম মাহি (ঢা.বি.), আনিকা আফরোজ নওরীন (বুয়েট), মারিয়া রহমান (ঢা.বি.), রাইশা রাফা (ঢা.বি.), ফাহিমা শারমিন সখী (ঢা.বি.), ফাতেমা তাবাসসুম ইলমা (এন এস ইউ), আতিকা হাসান পূন্যতা (ঢা.বি), মাসুদা রহমান ফাতিমা (ব্র্যাক), ফাতেমা উল্লাহ শিফা (ঢা.বি.)। 


সুডোকু প্রতিযোগিতার বিজয়ীরা হলেন তাসফিয়া আহমেদ (ঢা.বি), মাসিরা বিনতে হোসেন (বুটেক্স), লুবাবা হাসান (ইউ এ পি)।   

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাদেকা হালিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ আধুনিক সমাজ বিনির্মাণে নারীদের অবদান কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন এবং ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীদের অগ্রযাত্রা অব্যাহত গতিতে এগিয়ে যাওয়ার এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক। 

উল্লেখ্য, বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটি’র উদ্যোগে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও ডিপার্টমেন্ট অব ফিজিকাল সায়েন্সেস, আই ইউ বি এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। 

এইচআ/ আই.কে.জে


ঢাবি আন্তর্জাতিক নারী দিবস গণিত অলিম্পিয়াড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন