বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ট্রাম্পের বাসভবনে এবার কার্যালয় খুলল ফিফা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ফিফা ক্লাব বিশ্বকাপের অনুষ্ঠানে রোনালদো নাজারিও, জিয়ান্নি ইনফান্তিনোসহ এসেছিলেন একঝাঁক তারকা। ছবি: এক্স

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক বেশ ভালোই। সেই সুসম্পর্কের বাস্তব প্রমাণ দেখা গেল এবার। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা খুলেছে কার্যালয়। খবর এএফপির।

নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের লবিতে পরশু সোমবার সন্ধ্যায় (৭ই জুলাই) ফিফার নতুন কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। ফিফার সভাপতি ঘোষণা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। এরিক ট্রাম্প অর্গানাইজেশনের সভাপতি। ট্রাম্প টাওয়ারে ফিফার কার্যালয় খোলা নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ফিফা বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হওয়ার আগে স্থানীয় হতে হবে। সব জায়গায় থাকতে হবে। সেটা আমাদের নিউইয়র্কেও।’

আমেরিকায় এ বছর চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ শেষের পথে। আগামী বছরের জুন-জুলাইয়ে আমেরিকা, কানাডা, মেক্সিকো মিলে হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। ইনফান্তিনোর মতে, শুধু ক্লাব বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপের জন্যই নতুন কার্যালয় নয়। ফিফা সভাপতি বলেন, ‘এটা (নতুন অফিস) শুধু এ বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর ফিফা বিশ্বকাপের জন্য নয়। এরিক আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রপতি ট্রাম্পকেও ধন্যবাদ।’

ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন কার্যালয় খোলার যে ঘোষণা অনুষ্ঠানে ইনফান্তিনো এসেছেন, সেই অনুষ্ঠানের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এরিক। ট্রাম্পের ছেলে বলেন, ‘নিউইয়র্ক, ট্রাম্প অর্গানাইজেশন, এই ভবনে যাঁরা কাজ করেন—তাদের সবার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের আমরা ভালোবাসি। আমরা বেশ সম্মানিত বোধ করছি। ফিফা যা করছে, সেটা নিয়ে বেশ রোমাঞ্চিত।’

ফিফার কার্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন