ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গতকাল সোমবার (২১শে জুলাই) রাতে বাসায় ফিরেছেন প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন। খবরটি সুখবর ডটকমকে নিশ্চিত করেছেন তার ছেলে জাফর ইমাম নোমানী। তিনি বলেন, ‘মাকে সোমবার রাত পৌনে ১২টার দিকে বাসায় নিয়ে এসেছি। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। এখন নিজ থেকে খেতে পারছেন। হাঁটাচলা এখনো শুরু করেননি। ফিজিওথেরাপি দিতে হবে তাকে। এরপর হাঁটাচলা শুরু করতে পারবেন।’
অনেক দিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। মাঝে অসুস্থতা বাড়লে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেন।
এ বিষয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যে কোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তিনি দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। তাই খুব সাবধানে থাকতে হবে তাকে।
খবরটি শেয়ার করুন