বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১০টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা *** এইচএসসির স্থগিত ২২শে ও ২৪শে জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা *** বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

যৌন সম্পর্ক মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌন সম্পর্ক শুধু যে শারীরিক বা স্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত, তা নয়। এর কারণে স্বাস্থ্যগত উন্নতির পাশাপাশি মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে কয়েক গুণ। আন্তর্জাতিক একটি গবেষণার ফল এ তথ্যই জানিয়েছে। খবর এএফপির।

ব্রিটিশ অনলাইন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও কভেনট্রি ইউনিভার্সিটির একদল গবেষক যৌথভাবে এ গবেষণা করেছেন। তাদের মতে, নিয়মিত যৌনতা মানুষের বুদ্ধি কয়েক গুণ বাড়িয়ে দেয়। 

গবেষণা দলের প্রধান কভেনট্রি ইউনিভার্সিটিস সেন্টার ফর রিসার্চ ইন সাইকোলজি, বিহেভিয়র অ্যান্ড অ্যাচিভমেন্টের গবেষক হাইলে রাইট বলেন, ‘বয়স্কদের জন্য যৌনসম্পর্ক শুধু যৌনতার জন্য নয়। এর প্রভাবে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়।’

গবেষকেরা ২৮ পুরুষ ও ৪৫ নারীর ওপর এ গবেষণা চালিয়েছেন। অংশগ্রহণকারী ৭৩ জনের বয়স ৫০ থেকে ৮৩-এর মধ্যে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত শারীরিক সংসর্গ করেন, তারা কথা বলায় অনেকটা পারদর্শী হন। যৌনতার ক্ষেত্রে সক্ষম ব্যক্তিদের দৃষ্টিশক্তিও প্রখর হয়। তারা জটিল ও এলোমেলো কোনো নকশা বা অঙ্কিত চিত্র খুব সহজেই মিলিয়ে ফেলতে পারেন। তাদের স্মৃতিও প্রখর হয়।

গবেষণা প্রতিবেদনটি দ্য জার্নাল অব জেরোন্টোলজি, সিরিজ বি: সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসে প্রকাশিত হয়েছে। 

গবেষক হাইলে রাইট বলেন, ‘আমরা ধারণা করি, যৌন সম্পর্ক শুধু সামাজিক ও শারীরিক বিষয়গুলোর সঙ্গে জড়িত। কিন্তু তা নয়। এর সঙ্গে অনেক কিছুই জড়িত। শরীরবৃত্তীয় কার্যকলাপও জড়িত, যা যৌনতার কারণে প্রভাবিত হয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে।’

তিনি আরও বলেন, ‘শারীরিক সংসর্গের কারণে পঞ্চাশোর্ধ্ব মানুষের স্বাস্থ্য ভালো থাকে ও মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, ওই বয়সেও তারা সুখী জীবনযাপন করতে পারেন।’

আরেএইচ/এইচ.এস


যৌন সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন